চট্টগ্রামে প্রাইভেট কারে বিদেশি মদ, গ্রেফতার ১

চট্টগ্রাম : নগরের কোতোয়ালী থানার টেরিবাজার এলাকা থেকে প্রাইভেট কার তল্লাশি করে ‘অ্যাবসলিউট ভদকা’ নামের ৯৬ বোতল বিদেশি মদ জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জুলাই) সকাল নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেরিবাজারের হোটেল আল ইমামের সামনে একটি প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। এ সময় ৯৬ বোতল ‘অ্যাবসলিউট ভদকা’ নামের বিদেশি মদসহ মো. উজ্জ্বলকে (২৭) গ্রেফতার করা হয়।

চরজব্বর থানার (সুবর্ণচর) হাজির হাট এলাকার মো. শাহিনের ছেলে মো. উজ্জ্বল বর্তমানে বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ নগর আলমগীর সড়কের ৩ নম্বর গলির খালেক জমিদারের ভাড়াটিয়া।

জব্দ করা মদের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৩৬ হাজার টাকা। উজ্জ্বল মদের বিপরীতে বৈধ কাগজপত্র বা আমদানির প্রমাণপত্র দেখাতে পারেনি। জিজ্ঞাসাবাদে তিনি বিদেশি মদগুলো চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে বিক্রির জন্য নিয়ে যাওয়ার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন।

এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলে জানান ওসি মহসীন।

শেয়ার করুন