ওয়ার্ড আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী
উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট চাইলেন মেয়র

আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : আন্দরকিল্লা ওয়ার্ডে আমার জন্ম, যেখানে আমার বেড়ে ওঠা। যেখান থেকে আমার রাজনীতি শুরু। এই ওয়ার্ড তথা বন্দরনগরী চট্টগ্রামকে ঘিরে আমার অনেক পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ওয়ার্ডের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রীর ভিশন-২০২১ বাস্তবায়নে কাজ করতে হবে। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ঐক্যের কোন বিকল্প নেই। তাই নির্বাচনে সরকারের মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে চট্টগ্রামের সকল আসন প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই।

মঙ্গলবার (১৭ জুলাই) দুপুরে নগরীর রীমা কনভেনশন সেন্টারে ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।

আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইকবাল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর।

প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী। পুনর্মিলনী অনুষ্ঠানের আহবায়ক মো. মহিউদ্দীন শাহ ও যুগ্ম আহবায়ক লায়ন আশীষ ভট্টাচার্য্যরে সঞ্চালনায় বক্তব্য রাখেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল মনসুর, ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সদস্য জাফর আহম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, দেওয়ান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব সিদ্দিকী, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক শফিউল আজম বাহার, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, পুনর্মিলনী উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক রত্নাকর দাশ টুনু, তারেক হায়দার আবু, আজম খান, কাজী হেলাল উদ্দিন, সেকান্দর হোসেন মিয়া, তৌহিদুল আলম তৌহিদ, মিলন চক্রবর্তী, জানে আলম, শ্রীপ্রকাশ দাশ অসিত, মো. ইসহাক, জাবেদুল আলম সুমন, মিথুন মলি­ক, ওয়াহেদ রাসেল, মনিরুল হক মুন্না, শেখর দাশ, সঞ্জয় মহাজন প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত ও গীতাপাঠের পর কাউন্সিলর জহর লাল হাজারীর মায়ের মৃত্যুতে শোক জ্ঞাপন করা হয়।

শেয়ার করুন