
রাহেবুল ইসলাম টিটুল : লালমনিরহাটের কালীগঞ্জে করিম উদ্দিন পাবলিক পাইলট হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে ‘বইপড়া’ কর্মসূচির আওতায় বই বিতরণ করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। মোবাইল ব্যাংকিং বিকাশ-এর সহায়তায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘বইপড়া’ কর্মসূচির সম্প্রসারণের অংশ হিসেবে স্কুলের মিলনায়তনে বৃহস্পতিবার (১৯ জুলাই) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিশু সাহিত্যিক আলী ইমাম, বিকাশ- এর জেনারেল ম্যানেজার (রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স) হুমায়ুন কবির, করিম উদ্দিন পাবলিক কলেজের অধ্যক্ষ রেশালুন নূর চৌধুরী এবং করিম উদ্দিন পাবলিক পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মো. খুরশীদুজ্জামান আহমেদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম-পরিচালক (প্রোগ্রাম) মেসবাহ উদ্দিন আহমেদ সুমন।

উল্লেখ্য, স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য পরিচালিত বইপড়া কর্মসূচি ‘দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম’ এর সঙ্গে ২০১৪ সাল থেকেই সম্পৃক্ত আছে বিকাশ। বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে ২০১৮ সালে ৩৮ হাজার বইসহ গত ৪ বছরে এ পর্যন্ত প্রায় ১ লাখ ৭৮ হাজার কপি বই প্রদান করেছে বিকাশ।