চট্টগ্রাম : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ১০ হাজার ইয়াবাসহ ইউপি সদস্য ও এক রোহিঙ্গা তরুণীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২০ জুলাই) নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমদ জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন- আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বিকম কান্তি দেব (৪০), গোলাম মোস্তফা (৩২), রোহিঙ্গা তরুণী পারভিন আক্তার (১৯), ইয়াসমিন আক্তার বেবী (২২), করিম উল্লাহ (২৫), আলমগীর (২৫) ও এয়াকুব হোসেন (২৫)।
শামীম আহমদ বলেন, নগরীর তিন পুলের মাথা এলাকা থেকে ১৪০টি ইয়াবাসহ বিকমকে গ্রেপ্তার করা হয়।
এদিকে সোহরাওয়ার্দী সড়ক থেকে বেবী, গোলাম মোস্তফা, আলমগীর, এয়াকুব ও করিম উল্লাহকে চার হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এয়াকুব ও করিম ব্যাডমিন্টনের র্যাকেটের ভেতরে ঢুকিয়ে ইয়াবা পাচার করছিলেন।
এছাড়া মরিচের ভেতরে করে ইয়াবা পাচারের সময় স্টেশন রোড এলাকা থেকে তিন হাজার ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী পারভীন আক্তারকে গ্রেপ্তার করা হয় বলে জানান শামীম।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলে জানান তিনি।