সংরক্ষিত বনে অবমুক্ত
খাদ্যের সন্ধানে ভারত থেকে বাঘ সাবক বাংলাদেশে

খাদ্যের সন্ধানে ভারত থেকে বাঘ সাবক বাংলাদেশে

সুনামগঞ্জ : তাহিরপুর উপজেলা সীমান্তে বড়ছড়া এলাকায় বাঘের শাবক ধরা পরেছে। ভারত সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ সীমান্তে খাদ্যের সন্ধানে গত শনিবার দিনগত রাত ১টার সময় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া কয়লা আমাদানীকারক শুল্কষ্টেশন এলাকার মেসার্স নাসির ট্রেড্রাসের বড়ছড়া কয়লা ডিপোতে বাঘের এই সাবকটি চোখে। বাঘ সাবকটির ওজন প্রায় তিন কেজি। পরে সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

স্থানীয়রা জানান,বাঘের এই শাবকটি খাদ্যের সন্ধানে ওপার থেকে এপারে এসে মেসার্স নাসির ট্রেড্রাসের প্রোপাইটার লোকমান আহমেদের কয়লার ডিপোতে শনিবার রাত ১টার দিকে হঠাৎ তিনি দেখতে পেয়ে লোকজন বাঘের শাবকটির দিকে লাইট নিয়ে কাছে গেলে শাবকটি তাদের দিকে ছুটে আসে। তখন ডিপোতে থাকা সকল কয়লা শ্রমিকরা বাঘের এই শাবকটি আটক করেন।

রবিবার (২২ জুলাই) সকালে উত্তর শ্রীপুর ইউনিয়নের দলইরগাও বিট অফিসকে বিষয়টি জানালে ধলইরগাও বনবিভাগের লোকজন এসে বাঘ শাবকটি নিয়ে যায়।

এ বিষয়ে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের দলইরগাও ফরেষ্ট অফিস কর্মকর্তা বিরেন্ড কিশোর রায় জানান,বাঘ সাবকটি বড়ছড়া কয়লার ডিপোতে শনিবার রাতে ওপার থেকে এসে ধরা পরেছে জানতে পেরে রবিবার সকালে গিয়ে বাঘ সাবকটি উদ্ধার করা হয়। বাঘের সাবকটি সোমবারে সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।