রাইফা হত্যা : তদন্তে আসছে বিএমডিসির টিম

চট্টগ্রাম : বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসা ও অবহেলায় রাইফা খানের মৃত্যুর ঘটনার তদন্তে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) তদন্ত টিম আসছে মঙ্গলবার (২৪ জুলাই)।

বিএমডিসির রেজিস্ট্রারের সই করা চিঠিতে জানানো হয়েছে, বিএমডিসির চার সদস্যের তদন্ত কমিটি মঙ্গলবার সকাল নয়টা থেকে ম্যাক্স হাসপাতালে সরেজমিন তদন্ত কার্যক্রম পরিচালনা করবে।

প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য ম্যাক্স হাসপাতালের চেয়ারম্যান ডা. শিব শংকর সাহা, মহাব্যবস্থাপক রঞ্জন প্রসাদগুপ্ত, রাইফা খানের বাবা সাংবাদিক রুবেল খান, রাইফার মা, ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেনগুপ্ত, ডা. শুভ্রদেব ও রাইফার চিকিৎসাকালীন কর্তব্যরত নার্স, ওয়ার্ডবয় ও আয়াকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া শিশু রাইফা খানের হাসপাতালে ভর্তি থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় রেকর্ড তদন্ত কমিটিকে সরবরাহ করতে বলা হয়েছে চিঠিতে।

শেয়ার করুন