সাজাপ্রাপ্ত পালাতক আসামী আটক

রামুর গর্জনিয়ায় গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে এক সাজাপ্রাপ্ত পালাতক আসামীকে আটক করেছে ফাঁড়ি পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন এএসআই মনজুর ইলাহী।আটক মোঃ জালাল উদ্দিন (৩৫) গর্জনিয়া টাইম বাজার এলাকার মৃত জামাল হোসেনের ছেলে।

সোমবার (২৩ জুলাই) রাতে গর্জনিয়ার টাইম বাজার থেকে আসামীকে আটক করা হয়।

পুলিশ অফিসার মনজুর ইলাহী জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি মামলায় ১ বছরের সাজা ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যার মামলা নং সিআর ৯৬/২০১৩। আটক আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।