কারাতে জাজ হয়ে ভারত যাচ্ছেন ‘কারাতে কন্যা’ লতা

চট্টগ্রাম: দেশের একমাত্র মহিলা এশিয়ান কারাতে জাজ (রেফারি) হিসেবে ভারত যাচ্ছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এএসআই লতা পারভীন।

শনিবার (২৮ জুলাই) থেকে ভারতের নেতাজি ইনডোর স্টেডিয়ামে শুরু হওয়া দুই দিনব্যাপী চতুর্থ আর্ন্তজাতিক কারাতে প্রতিযোগিতায় জাজ হিসেবে প্রতিযোগিতা পরিচালনার জন্য বৃহস্পতিবার (২৬ জুলাই) তিনি চট্টগ্রাম থেকে রওনা দেবেন।

লতা পারভীন জাজ এর পাশাপাশি প্রতিযোগিতার সবচেয়ে মর্যাদাপূর্ণ দায়িত্ব রেফারি কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

বাংলাদেশ পুলিশের কারাতে কন্যা খ্যাত এএসআই লতা পারভীন ইতোপূর্বে তিনবার জাতীয় দলের হয়ে বিদেশের মাটি থেকে দেশের জন্য স্বর্ণ পদক নিয়ে আসেন।

বাংলাদেশ পুলিশের বর্ষসেরা নারী ক্রীড়াবিদ লতা বাংলাদেশ কারাতে ফেডারেশনে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি সিএমপির মহিলা সদস্যসহ দেশের নারীদের আত্মরক্ষামূলক কোর্স পরিচালনা করছেন।

শেয়ার করুন