বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হবে।
বিজিবি সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার (৩১ জুলাই) বেলা ১১টায় এন্ট্রি ও এক্সিট পয়েন্টে উক্ত বৈঠক অনুষ্ঠিত হবে।বৈঠকে উভয় দেশের ১০ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহন করবেন। বাংলাদেশের ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আসাদুদ জামান চৌধুরী।
অপরদিকে, মিয়ানমার ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মংডু ২ বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ’র ভারপ্রাপ্ত অধিনায়ক এক্টিং পুলিশ লেঃ কর্ণেল নে মে টু।