

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার কুমিরায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাজী সিরাত ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।
সোমবার (৩০ জুলাই) সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সিরাত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। তিনি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার যুক্তগাছার আবদুল গফুর ফারুকের ছেলে।
জিআরপি থানার ওসি মোস্তাফিজ ভূঁইয়া জানান, ট্রেনে কাটা পড়ে এক তরুণের মৃত্যুর খবর শুনে সীতাকুণ্ড ফাঁড়ির একজন উপ-পরিদর্শককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
জিআরপি থানা পুলিশের ধারণা চাঁদপুর ছেড়ে আসা আন্তঃনগর মেঘনা ট্রেনেই কাটা পড়েছে সিরাত।