সামাজিক জাগরণ বিষয়ক সংলাপ
শিশুর প্রতি সহিংসতা রোধে প্রয়োজন সচেতনতা, মানসিকতার পরিবর্তন

চট্টগ্রাম : ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আর্থিক সহযোগীতায়, বেসরকারী উন্নয়ন সংস্থা অপরাজেয়-বাংলাদেশ ও ব্রাইট বাংলাদেশ ফোরাম এর উদ্যেগে শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে সামাজিক জাগরণ বিষয়ক ”নীতি-নির্ধারকগণের সাথে সংলাপ” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জুলাই) প্রেস ক্লাব মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চট্টগ্রাম এর এপিসি ম্যানেজার আগস্টিন প্রভাঞ্জন হীরা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আমিরুল কায়সার, বিশেষ অতিথি ছিলেন শাকিলা সোলতানা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সিএমপি, মোঃ শহিদুল ইসলাম উপ-পরিচালক সমাজ সেবা অধিদপ্তর চট্টগ্রাম, অঞ্জনা ভট্টাচার্য্য জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা-চট্টগ্রাম, নাসরিন সুলতান জেলা শিশু সংগঠক বাংলাদেশ শিশু একাডেমী-চট্টগ্রাম ও উৎপল বড়ুয়া প্রধান নির্বাহী, ব্রাইট বাংলাদেশ ফোরাম।

সংলাপে মতামত প্রকাশ করেন ইলমার প্রধান নিবার্হী জেসমিন সুলতানা পারু, দৈনিক আজাদীর স্টাফ রিপোর্টার রতন বড়ুয়া, ঘাসফুলের প্রোগ্রাম ম্যানেজার জোবায়দুর রশীদ, কোতয়ালী থানার শিশু বিষয়ক কর্মকর্তা এস আই সম্পা হাজারী, পাচঁলাইশ থানার এসআই আমিরুল বাহার, চান্দগাওঁ থানার শিশু বিষয়ক কর্মকর্তা সুচিত্রা দাস, এনসিটিএফ এর জেলা স্বেচ্ছাসেবক তানজিনা নওরিন প্রমী, শিশু প্রতিনিধি রনি পাল ও নুরুদ্দিন।

আরো উপস্থিত ছিলেন প্রবেসন অফিসার পারুমা বেগম, শিশু সুরক্ষা কমিটির সদস্য অধ্যক্ষ মোঃ ইউনুস, ইপসা’র পিও শাহীন আকতার, উপআনুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর সাইফুল ইসলাম ও বিশ্বাস প্রশিক্ষন কেন্দ্রের মোঃ শফি। ইলেক্ট্রিক মিডিয়ার পক্ষে বাংলা ভিশন এর প্রতিনিধি আলী আকবর, বিজয় টিভির সাইমন, এশিয়ান টিভির রানা দাস, একুশে টিভির নুর হাসিব ইফরাজ ও মোহনা টিভির রাহুল দাস উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন দৈনিক জনকন্ঠের স্টাফ ফটোগ্রাফার মোঃ সাইদুল আজাদ ও দৈনিক প্রিয় বাংলাদেশ এর প্রতিনিধি সমিরন পাল।

নাসরিন সুলতানা খানমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, রবার্ট কমল সরকার প্রকল্প ব্যবস্থাপক শ্রমজীবী শিশুদের ক্ষমতায়ন প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চট্টগ্রাম। শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে সামাজিক জাগরণ বিষয়ক মাল্টি মিডিয়া উপস্থাপনা করেন চট্টগ্রাম আরবান এপির ব্যবস্থাপক শ্যামল ফ্রান্সিস রোজারিও।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো: রবিউল আলম, মনিটরিং ও ইভ্যলুয়েশন অফিসার-শ্রমজীবী শিশুদের ক্ষমতায়ন প্রকল্প, প্রকল্প কর্মকর্তা ব্রাইট বাংলাদেশ ফোরাম চন্দন কুমার বড়ুয়া ও প্রকল্প কর্মকর্তা অপরাজেয় বাংলাদেশ মাহাবুবউল আলম।

শিশুর প্রতি সহিংসতা রোধে স্ব স্ব অবস্থান থেকে সামাজিক সচেতনতা বৃদ্ধি, সোচ্চর হওয়ার ও মন মানসিকতার পরিবর্তন করতে আহবান জানান প্রধান অতিথি আমিরুল কায়সার।

শেয়ার করুন