ভারতে ফের একই পরিবারের ৭ জনের আত্মহত্যা

ভারতের রাজধানী দিল্লির বুরারিতে একই পরিবারের ১১ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধারের রহস্যের জট না খুলতেই এবার ঝাড়খণ্ডেও ফের একই কাণ্ড ঘটেছে।

রাঁচির একটি বাড়িতে পাওয়া গেছে একই পরিবারের ৭ সদস্যের মৃতদেহ। তাদের মধ্যে ৭ ও ৪ বছরের দুটি শিশুও রয়েছে।

পুলিশ জানায়, রোববার রাতে এ ঘটনা ঘটেছে। একটি বড় প্রাইভেট কোম্পানির কর্মকর্তা দীপক কুমার ঝা তার বাবা-মা, স্ত্রী, দুই সন্তান ও ভাইকে নিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

আর্থিক টানাপড়েনের জেরেই তারা আত্মহত্যার পথ বেছে নেন বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ।

রাঁচিতে তাদের ভাড়া করা বাড়িতে মৃতদেহগুলো খুঁজে পাওয়া যায়। তার মধ্যে দীপক ও তার ভাইয়ের লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল।

দীপকের বাবা-মা, স্ত্রী ও দুই ছেলেমেয়ের মৃতদেহ বিছানার উপর পড়েছিল। এখন পর্যন্ত কোনো সুইসাইড নোট খুঁজে পায়নি পুলিশ। আত্মহত্যার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

রাঁচি পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে। দেখা যাক তদন্তে কি বেরিয়ে আসে।”

গত ১১ জুলাই দিল্লির বুরারিতে এক পরিবারের ১১ সদস্যের ‍মৃতদেহ পুরো ভারতকে নাড়িয়ে দেয়। ঝাড়খণ্ড রাজ্যে এটি গণআত্মহত্যার দ্বিতীয় ঘটনা। পুলিশ এখনো কোনো ঘটনারই কূলকিনারা করতে পারনি।