
জাহাঙ্গীর আলম ভূঁইয়া (সুনামগঞ্জ) : আদালতের আদেশ মানছে না জেলার তাহিরপুর উপজেলার বালিজুড়ি এলাহীবক্স উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। ওই স্কুলের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের অভিযোগ তাকে অন্যায় ভাবে চাকুরিচ্যুত করা হয়েছে। পরে তিনি আদালতের স্মরণাপন্ন হলে আদালত যে রায় দিয়েছেন ম্যানেজিং কমিটি তা বাস্তবায়ন করছে না। বিষয়টি তিনি লিখিতভাবে জেলা প্রশাসককে জানিয়েছেন।
ভুক্তভোগী প্রধান শিক্ষকের অভিযোগ, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অমান্য করে জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমের সাথে যোগসাজোসে গত ১৯জুলাই সুনামগঞ্জ জেলা থেকে প্রকাশিত একটি পত্রিকায় শেষ পৃষ্ঠায় প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। যা সম্পূর্ণ আদালত অবমাননার সামিল।
জেলা প্রশাসক বরাবরে গত ২৩জুলাই লিখিত অভিযোগ দায়ের করেছেন সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান।
অভিযোগে জানা যায়, বালিজুরী এলাহীবক্স উচ্চ বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে বিদ্যালয়ের অসস্থিকর পরিবেশ সৃষ্টি করে প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানকে ১৭.০১.১৭ইং তারিখে চাকুরীচ্যুত করেন।
এই বিষয়ে হাইকোর্টে রিট মামলা নং ১৫৪৩৩ দায়ের পর একটি তদন্ত কমিটির তদন্তের পর হাইকোর্ট ৯০দিনের মধ্যে স্বপদে বহাল করার জন্য নির্দেশ দেন। তার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সচিব মোহাম্মদ মোস্তফা কামাল আহমদের স্বাক্ষরিত (০৫.০৩.১৮) তারিখে হাইকোর্টের রায় বাস্তবায়নের জন্য একটি পত্রে প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানকে স্বপদে বহাল রেখে বিদ্যালয়ে দায়িত্বপালন করার নির্দেশ দেন বিদ্যালয় পরিচালনা কমিটিকে।
ভুক্তভোগীর অভিযোগ, কিন্তু ওই স্কুল ম্যানেজিং কমিটি এসবের তোয়াক্কা করছে না।
এরপর আবারও ০২,০৪,১৮ইং পুনরায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা র্বোড সিলেট চেয়ারম্যান বরাবর মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়ন করার জন্য আবেদন করেন। এই আবেদনে সুনামগঞ্জ ১আসনের এমপি সাহেবের সুপারিশ ও ছিল। সেই আবেদনের কোন প্রতিকার না পেয়ে আবার হাইকোর্টে রিট মামলা নং ৭৭৫৫/২০১৮ দায়ের করেন। সেখানেও মহামান্য হাইকোর্ট ৩০ দিনের মধ্যে পূর্নবহাল করার রায় প্রধান করেন। রায় বাস্তবায়নের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা র্বোড সিলেট আবেদন করেন চাকরীচ্যুত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান।
বালিজুরী এলাহীবক্স উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, মহামান্য হাইকোর্টের রায় অমান্য করায় জেলা প্রশাসককে লিখিত ভাবে এই বিষয়টি অবগত করেছি।
সুনামগঞ্জ জেলা প্রশাসকের দায়িত্বে থাকা এমরান হোসাইন (ডিডিএলজি) জানান, এই বিষয়ে এখন পর্যন্ত কোন চিঠি এখনও পাইনি। চিঠি পেলে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।