জাবালে নূর পরিবহনের রুট পারমিট বাতিল

ঢাকার কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জাবালে নূর পরিবহনের দুটি বাসের নিবন্ধন বুধবার (১ আগষ্ট) বাতিল করেছে বিআরটিএ।

জাবালে নূর পরিবহনের একটি বাস রবিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে বিমানবন্দর সড়কের জিল্লুর রহমান ফ্লাইওভারের গোড়ায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়, আহত হয় আরও ১৪ জন।

ঢাকা মেট্রো-১ সার্কেলের সহকারী পরিচালক (প্রকৌশল) মো. শামসুল কবির বলেন, “আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি বাসের চালকরা বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়ে ফুটপাতে উঠিয়ে দিয়েছে। এজন্য মোটরযান আইন অনুযায়ী তাদের নিবন্ধন সাময়িকভাবে বাতিল করা হয়েছে।”

জাবালে নূর পরিবহনের অধীনে চলাচলকারী ওই দুটি বাসের একটি নিটল মোটর্সের, অন্যটি র‌্যাংগস মোটর্সের নামে নিবন্ধিত। এ কারণে ওই দুটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বরাবর চিঠি পাঠিয়েছে বিআরটিএ।

ওই দুর্ঘটনার পর জাবালে নূরের বাস দুটিসহ কযেক ডজন যানবাহনে ভাঙচুর চালিয়ে আগুন দেয় বিক্ষূব্ধ শিক্ষার্থীরা।

দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা হওয়ার পর তিনটি গাড়ির চালক ও দুই সহকারীকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।

শেয়ার করুন