বড় কিছু ঘটার আগে শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বড় কিছু ঘটে যাওয়ার আগে আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থীদের এখনই ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, বাসচাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দেশজুড়ে চলমান আন্দোলনে একটি স্বার্থান্বেষী মহল সুযোগ নেওয়ার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদল ও শিবির নেতাদের এ বিষয়ে উসকানি দিতে দেখা গেছে।

বৃহস্পতিবার (২ আগস্ট) রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা ফিরে গেলে পরবর্তীতে তাদের কোনো ধরনের হয়রানি করা হবে না। এমনকি তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের শাস্তি কিংবা ছাড়পত্র না দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে।

শেয়ার করুন