

বিপ্লব কান্তি নাথ : যাত্রীবাহী বাস কিংবা প্রাইভেট কার দেখলেই ইট-পাথর নিক্ষেপ করছে পাগল-প্রায় সুঠাম দেহের এক ব্যক্তি। এ ঘটনায় গত এক সপ্তাহে অন্তত ৫০ ব্যক্তি আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু যানবাহন, প্রাইভেট কার। বিষয়টি পাগলের কাণ্ড মনে করছে একাধিক ভুক্তভোগী।
শনিবার (১১ আগষ্ট) সন্ধ্যায় সাড়ে টার দিকে একই ধরনের ঘটনায় অন্তত ৫ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে এক ব্যক্তির অবস্থা গুরুতর। তবে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গত এক সপ্তাহ ধরে সন্ধার দিকে ওই সুঠাম দেহের ব্যক্তি যানবাহন দেখলেই ইট-পাথর নিক্ষেপ করছে।
এক প্রত্যক্ষদর্শী জানান, শনিবার সন্ধ্যায় নগরীর নিউমার্কেট থেকে কর্নেল হাটগামী ৪নং বাস ও ৭নং বাসে ইটপাথর নিক্ষেপ করে। ইটপাথরের নিক্ষেপে গত একসপ্তাহে প্রায় ৫০ জনের মত লোক আহত হয়েছে বলে জানা যায়।
পাগল-প্রায় ওই ব্যক্তি প্রতিদিন একই স্থানে একই সময়ে ইটপাথর নিক্ষেপ করেই ফ্লাইওভারের নিচ দিয়ে রাস্তার পশ্চিম দিকে দ্রুত পালিয়ে যায়।
এ নিয়ে নগরীর ৪নং ও ৭নং বাস মালিক সমিতির লোকদেরকে ভুক্তভূগী যাত্রী সাধারণ বিষয়টি জানিয়েছেন তবে কোন সুফল পাওয়া যায়নি।
বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী যাত্রী সাধারণ।















