আগামীতেও আওয়ামীলীগকে ক্ষমতা আনতে হবে : সাংসদ দিদারুল আলম

চট্টগ্রাম : একটা দেশের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে হলে রাষ্ট্রীয় ক্ষমতা মজবুত হতে হয়। নৌকা প্রতীকের মনোনীত আওয়ামী লীগ সরকার দেশ উন্নয়নে যে মহাকর্মযজ্ঞ হাতে নিয়েছে, তা সম্পূর্ণ করতে হলে আগামীতেও ক্ষমতায় আসতে হবে। আ’লীগ সরকার যদি ক্ষমতায় না আসে, দেশ নৈরাজ্য ও লুটেরাদের হাতে চলে যাবে। দেশের উন্নয়ন কর্মকাণ্ড শহর থেকে গ্রামে পৌঁছে দিতে নৌকা প্রতীকের আ’লীগ সরকারের কোন বিকল্প নেই।

শনিবার (১১ আগষ্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে ২০১৭–১৮ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামোগত রক্ষণাবেক্ষণ (টি.আর) কর্মসূচির আওতায় ধর্মীয়, শিক্ষা ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান সমূহে বরাদ্দকৃত অর্থ বিতরণকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এম.পি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইসমাইল হোসেনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাউদ্দিন সাবেরি, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইসহাক, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান যথাক্রমে বারৈয়াঢালা রেহান উদ্দিন রেহান, মুরাদপুর জাহেদ হোসেন নিজামী, বাঁশবাড়িয়া শওকত আলী জাহাঙ্গীর, কুমিরা মোরশেদ হোসেন চৌধুরী ও ভাটিয়ারী আলহাজ্ব নাজিম উদ্দিন, পৌর কাউন্সিলর জুলফিকার আলী মাসুদ, দিদারুল আলম এপালো, সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতি মেজবাহ উদ্দিন চৌধূরী মিঠু, সীতাকুণ্ড অনলাইন প্রেস ক্লাব অর্থ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. জাহেদ চৌধুরী ফারুক প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলার ৫৫টি মসজিদ ও মন্দিরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) কর্মসূচির অর্থ বিতরণ করেন।

শেয়ার করুন