পৌর মেয়রের আওয়ামীলীগে যোগদান, ক্ষুব্ধ বিএনপির মিছিল

চট্টগ্রাম : ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার প্রথম নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত মেয়র সিরাজদৌলা দুলাল আওয়ামীলীগে যোগদান করেছেন।

যোগদান উপলক্ষে রবিবার (১২ আগস্ট) চট্টগ্রামের দোস্ত বিল্ডিংয়ের উত্তর জেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপস্থিত হোন বিএনপি নেতা সিরাজদৌলা।

দুপুর ২ টায় সময় নগরীর দোস্ত বিল্ডিং সংলগ্ন আওয়ামীলীগের অফিসে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপির উপস্থিতিতে এ বিএনপি নেতা আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগে যোগ দেন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, কেন্দ্রীয় নেতা এটিএম পেয়ারুল ইসলাম, ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবুল হক, উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরীসহ নগরীর বিভিন্ন নেতাকর্মী।

সিরাজের এই যোগদানকে কেন্দ্র করে ফটিকছড়ি বিএনপির নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করতে দেখা গেছে। পুরো সোস্যাল মিডিয়া জুড়েই ছিল সিরাজের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের লেখালেখি। কেউ বলেন বেঈমান, কেউ বলে দুশমন।

জানতে চাইলে বিএনপির একাধিক নেতা জানান, সিরাজ একজন বেঈমান। সে পৌরসভায় ধানের শীষ সমর্থনে মেয়র পদে বিজয় হয়ে বিএনপির সমর্থক তথা ৪০ হাজার ভোটারের সাথে প্রতারণা করছে।

এদিকে সোমবার (১৩ আগস্ট) সন্ধ্যায় নাজিরহাট পৌর এলাকায় ক্ষুব্ধ বিএনপি নেতা কর্মীরা আওয়ামীলীগে যোগদানকারী সিরাজের কুশপত্তলিকা পুড়িয়ে মিছিল করে।

এসময় তাৎক্ষনিক খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে আসার আগে মিছিলকারীরা পালিয়ে যায়। পরে পৌর বিএনপি নেতা সিরাজুদৌলা দুলাল ও হাসানকে তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে পুলিশ গ্রেপ্তার করে। এতে জনমনে আতঙ্ক বিরাজ করছে।