সুনামগঞ্জে বিনম্র শ্রদ্ধায় শোক দিবস পালিত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ থেকে উপজেলা নিবার্হী কর্মকর্তা, তাহিরপুর থানার অফির্সাস ইনচার্জ, উপজেলা আ’লীগের সভাপতি, সাধারন সম্পাদক, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ও প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহনে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়।

র‌্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্থবক অপর্ন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বার্হী কর্মকর্তা পূনেন্দ্র দেব, থানার অফির্সাস ইনচার্জ নন্দন কান্তি ধর, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁ, সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা,সাধারন সম্পাদক অমল কান্তি কর, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস ছালাম, ছাত্রলীগ নেতা দীমান চন্দ্র প্রমুখ।

এদিকে উপজেলার বাদাঘাট ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, কৃষকলীগের উদ্যোগে দলীয় কার্য্যালয় থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্য্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে মিলিত হয়। মিলাদ মাহফিল শেষে দোয়া শেষে এরপর আলোচনা সভায় অংশগ্রহন করেন।

এসময় বক্তব্য রাখেন, বাদাঘাট ইউনিয়ন আ’লীগের আহবায়ক জুনাব আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন, যুগ্ম আহবায়ক সুজাত মিয়া, যুবলীগের সভাপতি সেলিম হায়দার, ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি হাজী আবুবক্কর সিদ্দিক, কৃষক লীগের যুগ্ম আহবায়ক নুরুল হক মাষ্টার, শ্রমিক লীগের সভাপতি তাহের মিয়া, বাদাঘাট ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মানিক মিয়া, ছাত্রলীগ নেতা রাহাদ হায়দার প্রমুখ।

উত্তর বড়দল ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভা বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগ সভাপতি জামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল কালাম, যুবলীগ সভাপতি মাসুক মিয়া, সাধারন সম্পাদক মোতালেব, শ্রমিকলীগ সভাপতি তারা মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জুমুর কৃষ্ণ তালুকদার, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম, জয়নাল আবেদিন দূর্জয় প্রমূখ।