চট্টগ্রাম : দেশের দ্বিতীয় রাজধানী চট্টগ্রামের একটি স্বনামধন্য প্রকাশনা দৈনিক নয়াবাংলায় উপজেলা প্রতিনিধি প্রয়োজন। গণমাধ্যমে কাজ করতে আগ্রহী, পেশায় সুনামের সাথে কাজ করছেন_এমন আগ্রহী এবং উৎসাহী প্রার্থীদের যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
যেখানে প্রয়োজন :
সন্দ্বীপ সীতাকুন্ড মিরসরাই রাউজান রামগড় পটিয়া রাঙ্গামাটি টেকনাফ লোহাগাড়া বাঁশখালী। এছাড়াও বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বিশেষ প্রতিনিধি প্রয়োজন।
সুনামের সাথে চারযুগ :
চার দশক পেরিয়ে এতদ্বাঞ্চলের খবরের কাগজ দৈনিক নয়াবাংলা অতিক্রম করছে প্রকাশনার ৪১ বছর। কাগজে ছাপার সাথে অনলাইন সংস্করণ এখন দেশ ছাপিয়ে দুনিয়াজুড়ে। আগ্রহী এবং উৎসাহী প্রার্থীগণ জীবন বৃত্তান্তসহ আবেদন পাঠানোর ঠিকানা- ইমেইল : news.nayabangla@gmail.com কথা বলতে পারেন ০১৮১৯-৬৪৮০৫০, ০১৮৪২-০৫০২৯০ অথবা ০১৮৭১১২২৭৭৭