
চট্টগ্রাম : আছাদগঞ্জের শুটকী পট্টিতে সন্ত্রাসী হামলার শিকার এক ব্যবসায়ী আইনের আশ্রয় নেয়ার পর ওইসব সন্ত্রাসীদের ভয়ে এখন আর ব্যবসা প্রতিষ্ঠানে যেতেও পারছেন না বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী আইমন ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আইয়ুব। তিনি বলেন, কিছুদিন আগে সন্ত্রাসীরা আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। মালামাল ও নগদ টাকা লুট করে। দোকান কর্মচারীদের মেরে রক্তাক্ত আহত করে। এ বিষয়ে আমি কোতোয়ালি থানায় মামলা করায় এখন আর ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারছি না। সন্ত্রাসীরা আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিচ্ছে।
শুক্রবার (১৭ আগষ্ট) বিকাল ৪ টায় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী আইয়ুব।
আরো পড়ুন : চট্টগ্রামে ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে দলবল নিয়ে হামলা করেছে সৎভাই!
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৯ আগস্ট রাত আনুমানিক ১১ টায় আইমন ট্রেডার্সে মো. ইব্রাহিম এবং তারই অনুগত সহযোগী মো. মনসুরের নেতৃত্বে অজ্ঞাত আরো ১০-১২ জন সশস্ত্র সন্ত্রাসী প্রতিষ্ঠানের দরজা ভেঙ্গে এ হামলা চালায়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইমন ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আইয়ুব জানান, মো. ইব্রাহিম এবং তারই অনুগত সহযোগী মো. মনসুরের নেতৃত্বে তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে হামলা চালায়। তার কর্মচারী মো. ফিরোজ আলম ও ছানাউল্লাহকে ধারালো অস্ত্র দিয়ে আহত করে দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ১০ লক্ষ ৫০ হাজার ব্যবসায়িক টাকা ও আনুমানিক ২০ লক্ষ টাকা মূল্যের শুটকী গাড়ী যোগে নিয়ে যায়।
এ ভুক্তভোগী কোতোয়ালী থানায় এজাহার দায়েরের জন্য গেলে কর্তব্যরত কর্মকর্তা বিষয়টি অভিযোগ হিসেবে গ্রহণ করে বলেন, পুলিশ তদন্ত করবে। এর পর ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরে অভিযোগের তদন্ত কর্মকর্তা হিসেবে বক্সিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুজ্জামানকে দায়িত্ব দেয়া হয়। এস আই নুরুজ্জামান আনুমানিক রাত ২ টায় ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে উপস্থিত আমার কর্মচারী ফিরোজ আলম, ছানাউল্লাহ ও মো. জাকের সমস্ত ঘটনার বিস্তারিত বিবরণ দেন।
পরদিন ১০ আগস্ট সকাল ৭ টায় আবারো আমার প্রতিষ্ঠানে অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ চালায় এবং আমার প্রতিষ্ঠান আইমন ট্রেডার্সের কর্মচারী মো. ফিরোজ আলমকে মাথায় কুপিয়ে জখম করে। এছাড়াও ছানাউল্লাহ ও অন্য কর্মচারী জাকিরকে একইভাবে মারধর করে বের করে দিয়ে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয় এবং ফাঁকা গুলি করতে করতে চলে যায় ও আমাকে প্রাণ নাশের হুমকী দেয়।
স্থানীয় লোকজন গুরুতর জখম অবস্থায় মো ফিরোজ আলমকে চমেক হাসপাতালে ভর্তি করে। আমি গিয়ে তাদের যাবতীয় চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করি এবং তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ করি।
লিখিত বক্তব্যে তিনি আরো জানান, সন্ত্রাসীদের ভয়ে আমি ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারছি না। কোতোয়ালী থানায় রাত সাড়ে ১০ টায় একটি মামলা দায়ের করি। মামলা দায়ের করার খবর সন্ত্রাসীরা পুনরায় প্রতিষ্ঠানে আবারও প্রবেশ করার চেষ্টা করে।মামলার আলামত নষ্ট করার চেষ্টা করে। আমি পার্শ্ববর্তী ব্যবাসায়ীর কর্মচারী হতে ফোনে ব্যাপারটি জানতে পেরে তদন্দকারী কর্মকর্তার সাহায্য চাইলে তিনি তাৎক্ষণিক আবারও ঘটনা স্থলে গিয়ে একটি পিকআপ ও কিছু শ্রমিককে হাতে নাতে পেয়ে যান এবং তাদেরকে পিকআপসহ কোতোয়ালী থানায় নিয়ে আসেন। অবশ্য তদন্তকারী কর্মকর্তা তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফিরোজ আলম, জাকির হোসেন, ছানাউল্লাহ, মো. শহীদ।