
চট্টগ্রাম : বন্দর নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে পর্দা উঠেছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের। আজ (১৮ ফেব্রুয়ারি) বিকাল চারটায় খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বিকেলে উদ্বোধনী খেলায় কাজাখস্তানের এফসি অলগা এর সাথে খেলছে দক্ষিণ কোরিয়ার পসিয়ন সিটিজেন ফুটবল ক্লাব। একই দিন সন্ধ্যা সাতটায় ঢাকা আবাহনী লিমিটেড খেলবে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব।
টুর্নামেন্টের বাংলাদেশি তিনটি ক্লাব হচ্ছে ঢাকা ও চট্টগ্রাম আবাহনী এবং ঢাকা মোহামেডান। এ ছাড়া বিদেশি ক্লাবগুলো হচ্ছে নেপালের মানাং মারসয়াংদি, আফগানিস্তানের সাহেন আসমাঈয়ি এফসি, কাজাখস্তানের এফসি অলগা, মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব ও দক্ষিণ কোরিয়ার পসিয়ন সিটিজেন ফুটবল ক্লাব। আয়োজক কমিটির চিফ কো-অর্ডিনেটর
প্রসঙ্গত, সাইফ পাওয়ার টেকের সহযোগিতায় দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করেছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ ৩০ হাজার ডলার আর রানার্স আপ দলকে ১০ হাজার ডলার প্রাইজমানি দেয়া হবে। একইসাথে সেরা খেলোয়াড়, সেরা গোলদাতা ও সুশৃঙ্খল দলকেও দেয়া হবে আকর্ষণীয় পুরস্কার।
আগামী ২ মার্চের ফাইনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করার কথা রয়েছে। আয়োজকরা জানান, টুর্নামেন্টের প্রথম রাউন্ডে গ্যালারির দর্শকদের জন্য টিকিটের দাম ৫০ টাকা ও প্যাভিলিয়নের দর্শকদের জন্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সেমিফাইনালে গ্যালারির টিকিট ১০০ টাকা ও প্যাভিলিয়নের ২০০ টাকা। ফাইনালে টিকিটের দাম গ্যালারির দর্শকদের জন্য ৩০০ টাকা ও প্যাভিলিয়নের দর্শকদের জন্য ৫০০ টাকা।