প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় মাহাবুবের রহমান শামীম
বিএনপিকে ছাড়া একতরফা নির্বাচন করতে চায় সরকার

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় বক্তব্য রাখছেন মাহাবুবের রহমান শামীম।

চট্টগ্রাম : বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হারবে জেনে খালেদা জিয়া ও বিএনপিকে ছাড়া একতরফা নির্বাচন করতে চায় সরকার। তারা সব সময় চেষ্টা করেছে দেশের প্রধান বিরোধী দল বিএনপিকে দূরে রেখে, খালেদা জিয়াকে বাইরে রেখে একতরফা নির্বাচনের।

রবিবার (১৯ আগষ্ট) সকালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামি লীগ ক্ষমতা টিকিয়ে রাখতে এতটাই মরিয়া হয়ে পড়েছে আজ তারা মা, ভাই, বোন, সাংবাদিক, পেশাজীবি, রাজনৈতিক কর্মী কিছুই মানছে না সমানে গ্রেফতার করছে। ১৪ বছরের শিশু রাস্তায় এসেছিল নিরাপদ সড়কের দাবিতে। সেও গ্রেফতার হয়েছে। তিনি বলেন, আন্দোলনরত শিক্ষর্থীদের খাবার খাওয়ানের অপরাধে মায়েদেরও গ্রেফতার করে রিমান্ডে দেওয়া হচ্ছে। অথছ যারা কোমলমতি শিশুদের উপর হ্যালমেট পরে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

দেশের মানুষ সবই দেখছে, আপনাদের সকল জুলুম নির্যাতনের বিচার বাংলার মাটিতে একদিন হবে। এখনো সময় আছে অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে জনগণের কছে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন। অন্যথায় আপনাদের শেষ রক্ষা হবে না।

প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা খানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি এস কে খোদা তোতন, নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মো. শাহেদ, মহিলা দলের সভানেত্রী কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদিকা জেলী চৌধুরী, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মোরসালিন, দক্ষিণ জেলা স্বোচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দিন সালাম মিঠু, নগর, নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ফৌজুল কবির ফজলু প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ সকালে শহীদ জিয়া স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন।

শেয়ার করুন