প্রধানমন্ত্রীকে এসএমএস : গরু পেল হিজড়া সম্প্রদায়

প্রধানমন্ত্রীকে এসএমএস : গরু পেল হিজড়া সম্প্রদায়

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এসএমএস করে কোরবানির জন্য গরু পেলো জামালপুরের হিজড়া সম্প্রদায়।

সোমবার (২০ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষে জামালপুরের জেলা প্রশাসক হিজড়া সম্প্রদায়ের কাছে গরুটি হস্তান্তর করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম।

তিনি বলেন,“জামালপুর সদরের হিজড়া পল্লীতে কোরবানির জন্য গরু উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী।”

সোমবার সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রীকে একটি মোবাইল এসএমএস পাঠান জামালপুরের হিজড়া সম্প্রদায়ের ময়ূরী। তিনি ঈদে সবাই মিলে কোরবানি দিতে প্রধানমন্ত্রীর কাছে একটি গরু চান।

আশরাফুল আলম বলেন, “এসএমএস দেখার সাথে সাথেই প্রধানমন্ত্রী তার একান্ত সচিব এম তোফাজ্জল হোসেন মিয়াকে নির্দেশ দেন ময়ূরীর ফোন নাম্বারে যোগাযোগ করে একটি কোরবানির গরু পাঠিয়ে দেওয়ার জন্য।”

ময়ূরীকে ফোন করে একান্ত সচিব জানতে পারেন, তিনি জামালপুর সদরে হিজড়াপল্লীতে থাকেন। সেখানে ৮৭ জন হিজড়া বসবাস করেন।

প্রধানমন্ত্রীর একান্ত সচিব তখন জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবিরকে প্রধানমন্ত্রীর নির্দেশ পৌঁছে দেন। আহমেদ কবির গিয়ে হিজড়া সম্প্রদায়ের কাছে এক লাখ টাকা মূল্যের গরু এবং আনুষঙ্গিক খরচের টাকা হস্তান্তর করেন।

শেয়ার করুন