
চট্টগ্রাম : হাটহাজারী উপজেলায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সামনে বিবাদমান দুইপক্ষের নেতাকর্মীরা দফায় দফায় মারামারিতে জড়িয়ে পড়েন। এতে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন মন্ত্রী।
হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালামের গণসংবর্ধনা অনুষ্ঠানে এই মারামারির ঘটনা ঘটে।
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, আমরা বিশৃঙ্খলার সময় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তবে এতে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, অতিথিদের ফুল দেয়াকে কেন্দ্র করে উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুরুল আলম এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন নোমানের অনুসারীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে অনুষ্ঠানস্থল জুড়ে দুই গ্রুপের ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা পরস্পরকে চেয়ার ছুঁড়ে মারতে থাকে।
অনুষ্ঠানস্থল জুড়ে ভীতসন্ত্রস্ত পরিস্থিতির সৃষ্টি হলে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মাইকে নেতাকর্মীদের শান্ত করার ব্যর্থ চেষ্টা করে এক পর্যায়ে বলেন, ‘শেখ হাসিনা আছেন বলেই আমরা রাজনীতি করতে পারছি। তিনি চোখ বন্ধ করলেই তোমাদের কুত্তার মত পেটাবে। ’
এম এ সালাম বলেন, গত দুই যুগ ধরে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। এই ধরনের বিভেদ আমাদের জন্য কোন সুফল বয়ে আনবে না।
তবে বিকেল ৫টার দিকে আবারও কিছুক্ষণের জন্য মঞ্চে এসে সালাম এবং সভাপতি বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করেন।