জোড়া লাগানো জমজ শিশুর জন্ম চট্টগ্রামে

চট্টগ্রাম : নাজিরহাটের কেয়ার পয়েন্ট নামে একটি বেসরকারি হাসপাতালে জোড়া লাগানো জমজ শিশুর জন্ম দিয়েছেন এক প্রসূতি। শিশু দুটির পেট ও হাত জোড়া লাগানো, নাভি ও পায়ুপথ একটা। নবজাতক দুজনই মেয়ে। বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশু দুটিকে একজনর দেখতে হাসপাতালে ভির জমে।

মঙ্গলবার (২১ আগস্ট) সকালে কেয়ার পয়েন্ট নামে একটি বেসরকারি হাসপাতালে তাদের জন্ম হয়।

জমজ শিশু দুটির বাবার বাড়ি ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর নয়াহাট বাজার এলাকায়।

এদিকে জোড়া লাগানো জমজ শিশুর জন্মের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং তাদের এক নজর দেখতে হাসপাতালে শতশত মানুষ ভিড় জমে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাহেদ চৌধুরী জানান, শিশু দুটির পেট ও হাত জোড়া লাগানো, নাভি ও পায়ু পথ একটা।

উভয়ে সুস্থ আছে জানিয়ে তিনি আরও বলেন, উন্নত চিকিৎসার জন্য শিশু দুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন