বাংলাদেশ-মিয়ানমার সৌজন্য বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ও মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী বিজিপির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৫ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় মিয়ানমার ২নং বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের ঝিমং চং ক্যাম্প অভ্যন্তরে উভয় দেশের অধিনায়ক পর্যায়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ১০ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী। অপরদিকে মিয়ানমার ৭ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ২নং বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের অধিনায়ক লেঃ কর্ণেল নে মাইও থোয়ে।

সৌজন্য বৈঠকে চলমান সীমান্ত পরিস্থিতি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে উভয় দেশের অধিনায়কগণ একাত্বতা ব্যক্ত করেন। শেষে পারস্পরিক বিদায়ী শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যমে সৌজন্য সাক্ষাত সম্পন্ন হয়েছে বলে ২বিজিবি অধিনায়ক এক বার্তায় এসব তথ্য জানিয়েছেন।