রাঙামাটি : পার্বত্য চুক্তি বিরোধী আঞ্চলিক সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গত ২২ আগস্ট বুধবার রাতে খুন হওয়া মিশন চাকমা হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৪ আগস্ট) রাতে জেলার বাঘাইছড়ি থানায় নিহতের ভাই চয়ন চাকমা বাদি হয়ে এই হত্যা মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. আমির হোসেন।
ওসি জানান, পার্বত্য চুক্তি বিরোধী আঞ্চলিক সংগঠন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর প্রধান প্রসিত খীসা ও দলটির বাঘাইছড়ি ইউনিটের পরিচালক চিক্কুধন চাকমাসহ ৩২ জনের নামোল্লেখ করে নিহতের জেঠাতো ভাই চয়ন চাকমা বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
এদিকে, এই হত্যা মামলার অন্যতম ২ নম্বার আসামি ইউপিডিএফ এর বাঘাইছড়ি ইউনিটের পরিচালক চিক্কুধন চাকমা বলেছেন, এটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে করা হয়েছে। তিনি দাবি করেন, ২০১৩-১৪ সালে মিশন চাকমা ইউপিডিএফ’র অঙ্গ সংগঠন যুব ফোরামের সক্রিয় সদস্য ছিলো। এছাড়াও নিহতের ঘটনাস্থলসহ পুরো এলাকাটি ইউপিডিএফ এর নিয়ন্ত্রণাধীন। তাহলে মিশন চাকমা জেএসএস (এমএন) সমর্থক হয় কিভাবে?