
চট্টগ্রাম : ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে তার উপর চালিয়ে দিলো ৪নং রুটের একটি বাস। এমন মর্মান্তিক ঘটনাটি নগরীর আকবরশাহ থানার সিটি গেট এলাকার। হত্যাকান্ডের শিকার ৩২ বছরের যুবক আশরাফুজ্জামান এক সন্তানের জনক। তিনি স্বপ্নের দেশ সুদুর দেশ আমেরিকায় যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। আর মাত্র ২০ দিনের মধ্যে পাড়ি দিতেন আমেরিকায়। তার বাবা অলি আহমদও থাকেন আমেরিকায়। একমাত্র ছেলেকে তার কাছে নিতে যাবতীয় কাগজপত্রও ঠিকঠাক করছিলেন তিনি।
সোমবার (২৭ আগস্ট) বিকেল ৩টার দিকে বাস শ্রমিকের আক্রশের বলি হলেন তিনি। তার সাথে ধুলায় মিশে গেলো একটি পরিবারের বেঁচে থাকার স্বপ্নও। বাসটি আটক করেছে পুলিশ। কৌশলে পালিয়ে গেছে দুই ঘাতক চালক ও হেলপার।
ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এতে ওই সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে উত্তেজিত জনতাকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, বাস যাত্রিদের একজন জানান, ভাড়া নিয়ে কথা কাটাটির এক পর্যায়ে সিটি গেট এলাকায় তাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে তার উপর দিয়ে বাসটি চালিয়ে দ্রুত পালাতে চেষ্টা করে। স্থানীয় জনতা বিষয়টি দেখে বাসের গতি রোধ করে। বাসটি আটক করে ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে। অবস্থা বেগতিক দেখে এসময়ে কৌশলে পালিয়ে যায় বাস চালক ও হেলপার।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, স্থানীয় লোকজন ওই বাসটি আটকে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দেন। প্রায় আধঘণ্টা অবরোধ করে রাখেন তারা। পরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।