হাটহাজারীর ত্রিপুরা পল্লীতে হাম রোগে আক্রান্ত ২৮ শিশু হাসপাতালে ভর্তি

হাটহাজারীর ত্রিপুরা পল্লীতে হাম রোগে আক্রান্ত ২৮ শিশু হাসপাতালে ভর্তি

চট্টগ্রাম : হাটহাজারীর ত্রিপুরা পল্লীতে অজানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুরা মূলত হাম রোগে আক্রান্ত। এছাড়া তারা দীর্ঘদিন ধরে অপুষ্টিতে ভুগছে। আক্রান্ত ২৮জনকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় সোনালী ত্রীপুরা(৫), গোপাল ত্রিপুরা(২), মেনশন চাকমা(৪)কে চট্টগ্রামস্থ সীতাকুন্ডের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশন ডিজিজে (বিআইটিআইডিতে) স্থানান্তর করা হয়। খবর পেয়ে সোমবার সকালে ঢাকা থেকে দুটি পর্যবেক্ষক দল হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

সোমবার (২৭ আগস্ট) বিকালে তিনি এসব তথ্য জানান সিভিল সার্জন ডাঃ আজিজুর রহমান সিদ্দিকী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, আইইসিডিআর থেকে মুরাদুজ্জামানের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি টীমসহ বেশ কয়েকটি সংস্থার প্রতিনিধি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঐ ত্রিপুরা পল্লী পরিদর্শন করেছেন । বিশেষ একটি টিম ঐ পল্লী পরিদর্শন করে শিশু অসুস্থ ও মৃত্যুর কিছু কারন চিহ্নিত করে। তার মধ্যে বিশুদ্ধ পানীয় জলের অভাব, পুষ্টিজনিত সমস্যা, শিক্ষার অভাব এবং নোংরা পরিবেশ উল্লেখযোগ্য।

চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ দক্ষিণ উদালিয়ার সোনাইরকুলের দূর্গম ত্রিপুরা পল্লীতে কয়েকদিনের ব্যবধানে চারজন শিশুর মৃত্যুর পর মোট ২৮ জন আক্রান্ত শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে রবিবার ২৬ আগস্ট বিকালের দিকে ২২জন এবং ২৭ আগস্ট সোমবার সকালে আরও ৬ জন শিশুকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী মেডিকেল ট্যাক.(ইপিআই) মো. ইব্রাহিম, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মোজাহেদুল মাওলা, স্বাস্থ্য পরিদর্শক তৃপ্তি সেনগুপ্ত, রীণা ভট্টচার্য্য ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক বাবুল কান্তি চৌধুরীর সমন্বয়ে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত টিমও গঠন করা হয়।

এছাড়াও চমেক হাসপাতালে ভর্তি হওয়া ৯ মাসের গর্ভবতী শ্যামলক্ষী আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরে আসে তবে সোমবার বিকাল প্রায় পাঁচটার দিকে সিভিল সার্জন পুনরায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

চট্টগ্রাম সিভিল সার্জন ডাঃ আজিজুর রহমান সিদ্দিকী বিকালে জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধি দল ৬ জন শিশুর রক্ত পরীক্ষা করে নিশ্চিত হয়েছেন অসুস্থ শিশুরা হাম রোগে ভুগছে।