সাতক্ষীরায় ‘ছুটির ঘন্টা’র ফাঁদে লিয়ন দাস

সাতক্ষীরায় ‘ছুটির ঘণ্টা’র লিয়ন দাস

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত বৃহস্পতিবার দুপুর আড়াইটায় স্কুল ছুটির ঘণ্টা দেওয়া হয়। সবাই বই-খাতা নিয়ে হই-হুল্লোড় করে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে। তখন পঞ্চম শ্রেণির ছাত্র লিয়ন দাসও (১১) বইখাতা গুছিয়ে ক্লাস থেকে বের হয়। তারপর বাড়ি যাওয়ার আগে স্কুলের বাথরুম ব্যবহার করতে গিয়ে আটকা পড়ে সে।

স্কুল ছুটি পর সহপাঠীরা লিয়নকে দেখেছে বইখাতা নিয়ে ক্লাস থেকে বের হতে। স্কুল ছুটি হয়েছে সেই কখন তবুও ছেলে বাড়ি ফিরেছে না। ভাবনা বাড়ে। ফতেপুর গ্রামের বাসিন্দা লিয়নের বাবা অরবিন্দ দাস ভেবে অস্থির হয়ে ওঠেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়, সন্ধ্যা গড়িয়ে রাত। লিয়ন তবু বাড়ি ফিরে নাই।

লিয়নের ‘নিখোঁজ’ হওয়ার খবর এবাড়ি-ওবাড়ি করে রটিয়ে পড়ে সারা গাঁয়ে। পাড়া, গ্রামের সব জায়গায় খোঁজেন ছেলেকে। কিন্তু লিয়ন কোথাও নেই।

দুপুর আড়াইটা থেকে রাত ১০টা- টানা সাড়ে সাত ঘণ্টা লিয়নকে কোথাও না পেয়ে হতাশ গ্রামবাসী যান স্কুলের প্রধান শিক্ষক গোলাম রব্বানির বাড়িতে। তার কাছ থেকে স্কুলের চাবি নিয়ে আসেন। স্কুলের বিভিন্ন কক্ষ খুলেও খোঁজ পায়নি লিয়নের। অবশেষে একটি বাথরুম খুলে তারা দেখতে পান লিয়ন খানিকটা চেতনাহীনভাবে পড়ে রয়েছে।

দ্রুত তাকে বের করে নিয়ে যাওয়া হয় চিকিৎসকের কাছে। মধ্য রাতের দিকে লিয়ন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। লিয়ন ফিরে আসে মায়ের কোলে। ‘ছুটির ঘণ্টা’র অঘটন থেকে বেঁচে যায় ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, ‘এমনটি ঘটবে বুঝতেই পারিনি। বড় বিপদ থেকে বেঁচে গেছি। পিয়ন বাথরুমের দরজা লাগানোর সময় নিশ্চয়ই সতর্ক ছিল না। শনিবার স্কুল খুললে কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেব।’

লিয়ন দাস জানায়, ‘স্কুল ছুটির ঘণ্টা পড়া পর আমি বইখাতা নিয়ে বাথরুমে ঢুকেছিলাম। সেখানে একটু সময়ও লেগেছিল। এর মধ্যে কখন যে বাথরুমের দরজা বন্ধ করে দিয়েছে তা বুঝতেই পারিনি। এরপর আর চেষ্টা করেও বের হতে পারিনি। ডাকাডাকি করেছি। কিন্তু কেউ তো আমার কথা শুনেনি, জবাবও পাইনি। পরে আর কিছু মনে নেই।

শেয়ার করুন