সিএমপিকে পিপিই দিল এএনএফএল প্রপাটিজ

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মোঃ মাহাবুবর রহমানের কাছে পিপিই হস্তান্তর করছেন এএনএফএল’র ব্যবস্থাপনা পরিচালক আহসানুল করিমের পক্ষে সাংবাদিক নেতৃবৃন্দ।

চট্টগ্রাম : করোনা ভাইরাস মোকাবেলায় দায়িত্বপালন করতে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ সদস্যদের জন্য ১৫০টি ব্যক্তিগত সুরক্ষা পোশাক-পিপিই দিয়েছেন এএনএফএল প্রপাটিজের ব্যবস্থাপনা পরিচালক আহসানুল করিম।

বুধবার (১ এপ্রিল) দুপুরে সিএমপি কমিশনার মোঃ মাহাবুবর রহমানের হাতে এসব পিপিই তুলে দেয়া হয়। এ সময় উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আমীর জাফর, চট্টগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মঞ্জু, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ ও টিভি জার্নালিষ্ট এসাসিয়েশন চট্টগ্রাম’র সভাপতি নাসির উদ্দিন তোতা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : বান্দরবানে অসহায়দের মাঝে খাবার সরবরাহ সেনাবাহিনীর
আরো পড়ুন : ইতালির পর এবার লাশের মিছিল যুক্তরাষ্ট্রে

এসময় সিএমপি কমিশনার মোঃ মাহবুবুর রহমান বলেন, সমাজের সব পেশা-শ্রেণির মানুষের সম্মিলিত প্রচেষ্টায় করোনা ভাইরাসের প্রভাব আমাদের মোকাবেলা করতে হবে।এই সম্মিলিত উদ্যেগের মাধ্যমে সফলতা আসবে বলে আশা করেন তিনি।

শেয়ার করুন