আলতাফ মাহমুদ পদক পাচ্ছেন হাসান ইমাম ও ফেরদৌসী মজুমদার

সৈয়দ হাসান ইমাম ও ফেরদৌসী মজুমদার।
সৈয়দ হাসান ইমাম ও ফেরদৌসী মজুমদার।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’ গানের অমর সুরকার আলতাফ মাহমুদের নামাঙ্কিত পদক পাচ্ছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম ও ফেরদৌসী মজুমদার।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসের দিন সন্ধ্যা ছয়টায় শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এ পুরস্কার তুলে দেবে শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন।

এ প্রসঙ্গে আলতাফ মাহমুদের মেয়ে ও ফাউন্ডেশনের সদস্য সচিব শাওন মাহমুদ জানান, শহীদ আলতাফ মাহমুদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ২০০৫ সালে গঠিত হয় ‘শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন’। এর পর থেকে প্রতিবছর আলতাফ মাহমুদ পদক দেওয়া হচ্ছে। এ বছর দুই গুণীজন সৈয়দ হাসান ইমাম ও ফেরদৌসী মজুমদারকে শ্রদ্ধা জানিয়ে এ পদক দেওয়া হবে।

এর আগে আলতাফ মাহমুদ পদক পেয়েছেন চিত্রগ্রাহক বেবি ইসলাম, ড. এনামুল হক, সাবিনা ইয়াসমিন, অজিত রায়, খোন্দকার নুরুল আলম, সুধীন দাস, বিপুল ভট্টাচার্য, আলম খান, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, রাজ্জাক, মুস্তাফা মনোয়ার, মো. শাহনেওয়াজ, কাইয়ুম চৌধুরী, আহমেদ ইমতিয়াজ বুলবুল, আলাউদ্দিন আলী, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, আলী যাকের ও মফিদুল হক।

শেয়ার করুন