বিআরটিএর অভিযান : ৭৬ মামলা, লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম বিআরটিএ অভিযান

চট্টগ্রাম : নগরে সড়ক পরিবহনে শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযান পরিচলানা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। অভিযান চলাকালে ফিটনেসবিহীন ও সঠিক কাগজপত্র না থাকায় ৭৬টি গাড়ির বিরুদ্ধে মামলা এবং ৯৮ হাজার ৪শ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ফিটনেস না থাকায় দুইটি পুরনো লোকাল বাস ও একটি হিউম্যান হলার জব্দ করে ড্যাম্পিংয়ে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) নগরের টাইগারপাস এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

অভিযানের নেতৃত্ব দেন বিআরটিএ সদ্য নিযুক্ত দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মঞ্জুরুল হক ও মো. জিয়াউল হক মীর।

অভিযানি দলে নেতৃত্বে থাকা ম্যাজিষ্ট্রেট জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে বিআরটিএ’র উদ্যোগে সড়কে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযান চালানো হয়েছে। অভিযানে শতাধিক গাড়ির কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। এসময় ফিটনেসবিহীন ও সঠিক কাগজপত্র না থাকায় ৭৬টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস, হাইড্রোলিক হর্ন, গাড়ির কাগজপত্র, বীমা ও হেলমেট না থাকায় বিভিন্ন গাড়ি থেকে ৯৮ হাজার ৪শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শেয়ার করুন