গাজীপুরে আবাসিক হোটেল থেকে ১২০ নারী-পুরুষ আটক

গাজীপুরে আবাসিক হোটেল থেকে ১২০ নারী-পুরুষ আটক

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১২০ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) গাজীপুরের নবাগত পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশে রাত ১০টার পর থেকে রাত ৩টা পর্যন্ত টঙ্গীর বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ১২০ জনকে আটক করা হয়।

এরমধ্যে ৫২ জন নারী ও ৬৮ জন পুরুষ। আটকদের শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে। টঙ্গী থানার ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।