গ্রাহকের ৩লাখ টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী মংছেন

খাঁন মাহমুদ আইউব (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে স্বর্ণ ব্যবসা প্রতিষ্ঠান। কেউ স্বর্ণালংকার তৈরি করেন। কেউ স্বর্ণালংকার বিক্রয় করেন। তাদের কারোরই লাইসেন্স নেই। সরকারের সংশ্লিষ্ট দপ্তরে তাদের কোন তালিকাও নেই। ফলে কে কোন ধরনের ব্যবসা করছেন তারও কোন হিসাব নেই। তবে অভিযোগ রয়েছে এসব ব্যবসা প্রতিষ্ঠানে অবাধেই চলছে সুধের ব্যবসা। গ্রাহক তাদের স্বর্ণালংকারের বিপরীতে টাকা নেন। আবার কেউ কেউ স্বর্ণালংকার তৈরিক করতে অর্ডার দেন। পরে অল্প অল্প করে টাকা পরিশোধের পর স্বর্ণালংকার বুঝে নেন। আবার বিভিন্ন সময় গ্রাহকদের টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ রয়েছে এসব স্বর্ণকারদের বিরুদ্ধে।

সুত্র জানায়, উপজেলার পৌর শহরের কুলাল পাড়া জীপ স্টেশন এলাকায় মংছিন স্বর্ণকার নামক একটি স্বর্ণের দোকানদার বেশ কয়েক জন গ্রাহকের অন্তত ৫লক্ষ টাকা হাতিয়ে পালিয়ে পালিয়ে গেছেন_এমন অভিযোগ করেছে ভুক্তবোগী একাধিক গ্রাহক। তার ফোনের সংযোগও বন্ধ পাওয়া যাচ্ছে। পালিয়ে যাওয়া মংছিন জেলার মহেষখালী উপজেলার ছোট মহেষখালী মুদিছড়া এলাকার মংম্রাউ এর পুত্র বলে জানা গেছে।

পৌরসভার মধ্যম জালিয়া পাড়া এলাকার হুমায়রা নামক একজন গ্রাহকের থানায় অভিযোগের সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই ৬ ভরি স্বর্ণালংকার তৈরীর জন্য উক্ত মংছেনকে ৩ লক্ষ টাকা প্রদান করে। কিন্তু ২০জুলাই উক্ত দোকান থেকে স্বর্ণ ডেলিভারী আনতে গিয়ে জানতে পারে মংছেন দোকান ছেড়ে চলে গেছে।

এদিকে ভূক্তভোগী গ্রাহকের স্বামী ফরিদ আলম জানান, মংছেনের সাথে ফোনে যোগাযোগ হলে তিনি কুরবানের ঈদের পরে স্বর্ণ দেয়ার আশ্বাস দিয়েছেন। অপরদিকে দোকান মালিকের সাথে আতাত করে ৩১ আগষ্ট সোয়া এগারোটার দিকে রাতের অন্ধকারে দোকান মালিক জহির তার মালপত্র বাহির করে তার লোকের হাতে উঠিয়ে দিচ্ছেন_এমন খবর স্থানীয়রা ভূক্তভোগী গ্রাহকদের পৌঁছুলে গ্রাহক হুমায়রা টেকনাফ থানা পুলিশকে নিয়ে ঘটনা স্থলে হাজির হয়।

টেকনাফ মডেল থানার এসআই সুব্রত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে গিয়ে আরো বেশ কিছু গ্রাহকের টাকা পাওনার অভিযোগ পাওয়া গেছে। আজ ১লা সেপ্টেম্বর মংছেন থানায় হাজির হয়ে পাওনা মিটিয়ে দেবেন বলে জানিয়েছেন। দোকান মালিক জহিরকে জনস্বার্থে মালপত্র বন্ধক রাখার জন্য জানিয়ে দেয়া হয়েছে।তাছাড়া একই এলাকার মোঃ আলী, কুলাল পাড়ার মোঃ হাসিমের টাকা হাতিয়ে নেয়ার একই অভিযোগের প্রমান পাওয়া গেছে।

এভাবে স্বর্ণকারের নামে জুয়েলারী ব্যবসা করে গ্রাহকের টাকা হাতিয়ে নেয়ার অতীতেও বিভিন্ন অভিযোগ রয়েছে এসব প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। তাই অবৈধ ভাবে গড়ে উঠা এসব স্বর্ণের দোকান গুলোর প্রতি সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারী বাড়ানো প্র‍য়োজন বলে মনে করেন ভুক্তভোগীমহল।