তাহিরপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পালিত হয়নি
বিএনপির ৯০ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা চেষ্টা মামলা, আটক ৭

তাহিরপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পালিত হয়নি

জাহাঙ্গীর আলম ভূঁইয়া (সুনামগঞ্জ) : তাহিরপুর উপজেলায় নাশকতা চেষ্টার অভিযোগে ৪০জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরো ৫০জন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীর নামে নাশকতার মামলা দায়ের করেছে তাহিরপুর থানা পুলিশ। এরপর থেকেই তাহিরপুর থানা পুলিশ উপজেলার প্রবেশমুখ থেকে পশ্চিম বাজার পর্যন্ত বিশৃংখলা এড়াতে পয়েন্টে পয়েন্টে পুলিশ অবস্থান করে। পুলিশের অবস্থানের কারনে উপজেলার বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্য্যালয়ে আসতে না পারায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কোন অনুষ্ঠান পালন করতে পারেনি।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানাযায়, বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য গত ৩১আগষ্ট উপজেলার দুটি গ্রুপের মধ্যে নজির হোসেন সমর্থিত স্থগিত কমিটির সভাপতি নুরুল ইসলাম পশ্চিম বাজারে দলের ও আনিসুল হক গ্রুপ সমর্থিত স্থগিত কমিটির সাধারণ সম্পাদক জুনাব আলী পূর্ব বাজারের দলীয় কার্য্যালয়ের সামনে দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদযাপন করার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু (৩১আগষ্ট) রাত সাড়ে দশটায় নজির হোসেন সমর্থিত সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক সাজিদুল হক, সদস্য কামাল পাশা, নবাব মিয়া, উপজেলা শ্রমিক দল নেতা ফেরদৌস আলম ও এমদাদুল হুদাসহ ৭ নেতাকর্মীকে আটক করে তাহিরপুর থানা পুলিশ।

খবর প্রচার হলে বিএনপির সকল নেতা কর্মীরা এলাকা ছেড়ে গা ডাকা দিয়েছে। নজির হোসেন সমর্থিত স্থগিত কমিটির সভাপতি নুরুল ইসলাম বলেন, আমরা আমাদের দলের ৪০তম প্রতিষ্ঠাবাষির্কী শান্তিপূর্নভাবেই উদযাপন করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। কেউ কোন অভিযোগ করে থাকলে আমাদের বলতে পারত। কোন কিছু না বলেই কোন কারন ছাড়াই একতরফা ভাবে আমাদের নেতাকর্মীদের আটক করেছে পুলিশ।

আনিসুল গ্রুপ সমর্থিত স্থগিত কমিটির সাধারন সম্পাদক জুনাব আলী বলেন, আমরা শান্তিপূর্ন ভাবেই দলের ৪০তম প্রতিষ্ঠাবাষির্কী উদযানের প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু পুলিশ বিনা কারনেই আমাদের উপর ধরপাকর শুরু করেছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর জানান, নাশকতার চেষ্টায় শুক্রবার (৩১আগষ্ট) রাত সাড়ে ১০টার সময় উপজেলা সদরের পূর্ব বাজার গোপন বৈঠক করার সময় ৭জনকে আটক করা হয়েছে। শনিবার সকালে তাদের বিরোদ্ধে মামলা দিয়ে সুনামগঞ্জ পাঠানো হয়েছে।

এছাড়াও এ উপজেলায় আইন শৃংখলা রক্ষায় সুনামগঞ্জ পুলিশ সুপারের নিদের্শে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা পুলিশ বাহিনী সার্বক্ষনিক সর্তক আছি।