থানা কম্পাউন্ডে শিশু নির্যাতন, ভিডিও ভাইরাল

থানা কম্পাউন্ডে শিশু নির্যাতন

মোহাম্মদ উল্লাহ : চকরিয়া থানা কম্পাউন্ডে শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনাটির ভিডিও প্রকাশ পেলে সর্বত্র সমালোচনার ঝড় উঠে। তবে নির্যাতনকারি ব্যক্তির পরিচয় মিললেও নির্যাতিত শিশুটির পরিচয় মিলেনি। ঘটনার পর তার খোঁজও মিলেনি। পুলিশ বলছে, এটি অনেক আগের ঘটনা, নতুন করে ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে প্রত্যক্ষ্যদর্শী সুত্র জানিয়েছে, শুক্রবার সকালে থানা কম্পাউন্ডে এ ঘটনা ঘটে। তবে অনেকটা চাপে পরে নির্যাতনকারীকে আটক করেছে পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে থানার আশপাশের কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, উপজেলার কাকারা ইউনিয়নের পূর্বকাকারা পাহাড়তলী এলাকার ইউসুফ আলীর ছেলে দেলোয়ার(৩০) চকরিয়া থানায় কয়েকজন দারোগার মাঝে মধ্যে সিএনজি চালায়। (সিএনজির যন্ত্রাংশ) স্ক্রু-ড্রাইভার ও রেঞ্চচুরির অভিযোগ এনে দশ বছর বয়সী এক শিশুকে থানা কম্পাউন্ডের পূর্বপার্শ্বে নিয়ে নির্মম প্রহার করে।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার (১ সেপ্টেম্বর) প্রকাশ করলে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। সমাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, শিশুটিকে শক্ত রশি দিয়ে বেঁধে নির্যাতন করছে এক যুবক। এতে বিষয়টি নিয়ে সর্বত্র সমালোচনার ঝড় উঠে। ফলে থানা পুলিশ নির্যাতনকারি সিএনজি চালক দেলোয়ার হোছাইনকে আটক করতে বাধ্য হয়। তবে, গতকাল শনিবার রাত ৮টা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি।

চকরিয়া থানার ডিউটি অফিসার রিমন বলেন, ঘটনাটি প্রায় দুমাস পূর্বের, নির্যাতিত শিশুটিরও খোঁজ নেই। চকরিয়া থানার অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ঘটনাটি দুমাস আগের এবং নির্যাতনকারীকে আটক করা হয়েছে।

শেয়ার করুন