জন্মাষ্টমীর শোভাযাত্রায় মানুষের ঢল চট্টগ্রামে

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম : শ্রীশ্রী গীতা ও শ্রীমদ্ভাগবতের মহান প্রবক্তা, সনাতন ধর্মের প্রাণপুরুষ শ্রীকৃষ্ণ আজ থেকে ৫২৪৫ বছর আগে দ্বাপর যুগের ক্রান্তিলগ্নে পৃথিবীতে অবতীর্ণ হন। তিনি দানবকুলের কুটিল ধূম্রজাল ও সংকটাবর্ত ধ্বংস করে তদানীন্তন সামাজিক ও ধর্মীয় অস্তিত্বকে রক্ষা করেছিলেন। তারই আধ্যাত্মিক ও সমাজকল্যাণমুখী কর্মকাণ্ডের স্মারক অনুষ্ঠান জন্মষ্টমী মহোৎসব। দীর্ঘ ৩৬ বছর ধরে চট্টগ্রামে এ উৎসব হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজ বর্ণিল সাজে বিভিন্ন বয়সের নারী পুরুষের ঢল নামে চট্টগ্রামের সড়কজুড়ে। সকাল থেকেই জনসমাগম বাড়তে থাকে। একসময় জনসমুদ্রে পরিণত হয় প্রধান প্রধান সড়কদ্বীপ। শিশু-কিশোরদের আকর্ষণীয় সাজের মধ্য দিয়ে ফুটে ওঠে শ্রীকৃষ্ণের জীবনবোধ। এমন বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো ‘ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী’র মহাশোভাযাত্রা।

নগরের আন্দরকিল্লা মোড়ে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ আয়োজিত এ শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের মহাপ্রভু অঙ্গনের অধ্যক্ষ রাধা বিনোদ মিশ্র।

রোববার (২ সেপ্টেম্বর) সকাল থেকে মিনি ট্রাক, পিক-আপসহ বিভিন্ন ধরনের যানবাহনে শ্রীকৃষ্ণ ভক্তরা জড়ো হন জেএম সেন হল, আন্দরকিল্লা ও আশপাশের এলাকায়। এরপর তারা সুশৃঙ্খলভাবে অংশ নেন মহাশোভাযাত্রায়।

শোভাযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সহ-সভাপতি অলক দাশ। বক্তব্য রাখেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল কান্তি দে, সাবেক সভাপতি ও রাউজান পৌরসভার মেয়র দেবাশীষ পালিত, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন তালুকদার প্রমুখ।

এ উপলক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এবিষয়ে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, জন্মাষ্টমী উপলক্ষে পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়মিত ফোর্সের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যসহ প্রায় ৫শ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন