শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে সনাতন হিন্দু সম্প্রায়ের ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৪তম জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২সেপ্টেম্বর) সকালে বাদাঘাট ইউনিয়নের শ্রী কৃষ্ণ সেবা সংঘ, বাদাঘাট বাজার ও এলাকাবাসীর আয়োজনে র‌্যালীটি বাদাঘাট শ্রী কৃষ্ণ সেবা সংঘের কার্য্যালয় থেকে র‌্যালী বের হয়।

র‌্যালীটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে আবারও বাদাঘাট শ্রী কৃষ্ণ সেবা সংঘের কার্য্যালয় এসে
আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সনাতন হিন্দু সম্প্রায়ের ভগবান শ্রী কৃষ্ণের জীবনী নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বাদাঘাট শ্রী কৃষ্ণ সেবা সংঘের সভাপতি রতন তালুকদার, সাধারন সম্পাদক অপু তালুকদার, উপদেষ্টা রাম মোহন পুরকাস্থ, উপদেষ্টা গণেশ তালুকদার, সাংগঠনিক সম্পাদক সমির তালুকদার, বাদাঘাট কালী বাড়ি কমিটির উপদেষ্টা গোবিন্দ তালুকদার, মতি লাল তালুকদার, দিলখুশ তালুকদার, চন্দন মোহন দাস, রাজারগাঁও অধৈত্ব জন্মধামের পাঠাগার সম্পাদক ও অর্থ সম্পাদক জনি শুক্ল বৈদ্য প্রমুখ।

এছাড়াও সুনামগঞ্জের ১১টি উপজেলা সনাতন হিন্দু সম্প্রদায় ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৪তম জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে।