
কক্সবাজারের চকরিয়ায় ৪টি মামলার পরোয়ানাভুক্ত আসামি আজিজ উদ্দিন (৪২) নামের এক ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে পৌরসভাস্থ পালাকাটা লালমিয়া সদরপাড়া থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। আজিজ পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব পালাকাটার মৃত জামাল উদ্দিন প্রকাশ লেদুর ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, চকরিয়া পৌরসভাস্থ পূর্ব পালাকাটার লালমিয়া সদর সড়কে এক ডাকাত অবস্থান নেয়ার সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। ওইসময় পুলিশ আজিজ উদ্দিন (৪২) নামের এক ডাকাতকে গ্রেফতার করে। এসময় তার কাছ দেশীয় তৈরী একটি (এলজি) বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।
চকরিয়া থানার এসআই মো: আবদুল খালেক বলেন, অভিযানকালে অস্ত্র ও গুলিসহ আজিজ উদ্দিন নামের ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ডাকাতের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, দাঙ্গা-হাঙ্গামা, মাদকসহ ৪টি মামলা রয়েছে। পরোয়ানাজারী হওয়ার পর থেকে সে আত্মগোপন ছিলেন।