নির্বাচন হবেই, ঠেকানোর শক্তি কারও নেই : প্রধানমন্ত্রী

বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের সংলাপের দাবি নাকচ করে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে বলেন, ‘নির্বাচন যথা সময়েই হবে, নির্বাচন ঠেকানোর মতো কারও কোনো শক্তি নেই।’

নেপালে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে অংশগ্রহণ নিয়ে রবিবার (২ সেপ্টেম্বর) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে্এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

আসন্ন জাতীয় নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে আশাবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে, এতে কোনো সন্দেহ নাই। জনগণ যদি সাথে থাকে, এই নির্ব‍াচন কেউ বানচাল করতে পারবে না।’

তিনি বলেন, ‘জনগণ যদি চায় উন্নয়ন সুফল অব্যহত থাকুক, শান্তিপূর্ণ পরিবেশ থাকুক, জনগণের ওপর আমার বিশ্বাস আছে তারা নৌকা মার্কায় ভোট দিয়ে আবার আওয়ামী লীগকে জয়ী করবে। জনগণকে দিতে এসেছি। জনগণের জন্য কাজ করতে এসেছি। জনগণ ভোট দিলে আছি, না দিলে নেই। এই কথা আমি বারবার বলছি এবং আমি যেটা বলি সেটা বিশ্বাস করি।’

শেখ হাসিনাক এক প্রশ্নের উত্তরে বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের মুক্তি পাওয়া-না পাওয়া আদালতের বিষয়। এক্ষেত্রে সরকারের কিছু করার নেই। তারা আন্দোলন করুক। ডাক দিচ্ছে, হুঙ্কার দিচ্ছে খুব ভালো কথা। আবার বলছে নির্বাচন করবে না। কে নির্বাচন করবে-না করবে, সেটা সেই দলের সিদ্ধান্ত। এখানে আমাদের কী করার আছে?’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, ‘তাদের দল যদি মনে করে (নির্বাচন) করবে না, করবে না। যদি মনে করে করবে, করবে। এটা বিএনপির সিদ্ধান্ত, তারা কী করবে, না করবে। এখানে তো আমাদের বাধা দেয়ার কিছু নেই।’

২০১৪ সালে খালেদা জিয়ার ছেলের মৃত্যুর পর সান্ত্বনা জানাতে গিয়ে অপমানিত হয়ে ফিরে আসার কথা মনে করিয়ে দিয়ে তার সঙ্গে আর কখনও কোনো আলোচনায় বসতে অনাগ্রহের কথা জানান শেখ হাসিনা।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার ছেলে মারা যাওয়ার পর আমি গেলাম, আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়ে আমাকে ঢুকতে দিল না। সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, আর তো ওদের সঙ্গে আমি অন্তত বসব না। আর কোনো আলোচনা হবে না। প্রশ্নই ওঠে না। আপনারা যে যাই বলেন। ক্ষমতাই থাকি, না থাকি, আমার কিচ্ছু আসে যায় না।’

বিমসটেক সম্মেলনে অংশগ্রহণ উপলক্ষে নেপাল সফরের সময় নির্বাচন পদ্ধতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির সঙ্গে আলাপ হয়েছে বলেও জানান শেখ হাসিনা।

বিমসটেক সম্মেলনে রোহিঙ্গা ইস্যু নিয়ে অনানুষ্ঠিক আলোচনা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে যখন মিয়ানমারের সঙ্গে কথা হয়, তারা কখনো আপত্তি করে না। তারা সব সময় বলে আমরা নিয়ে যাবো, তবে বাস্তবতা হলো – তারা বলে কিন্তু করে না।’

রোহিঙ্গাদের ‘বাঙালি অনুপ্রবেশকারী’ বলে পরিচিত করতে তাদের বিরুদ্ধে অপপ্রচারের অংশ হিসেবে ভুয়া ছবি দিয়ে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর বই প্রকাশের সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘এই ছবি নিয়ে তারা যেটা করলো, আমি যদি একটু স্মরণ করিয়ে দিতে চাই – আমাদের দেশেও কিন্তু এ ধরনের ঘটনা ঘটেছে অতীতে, মনে আছে আপনাদের। একেবারে কাবা ঘরের সামনে ব্যানার ধরার ছবির মিথ্যাচারও আমরা দেখেছি। সুতরাং এসব মানুষের কাছে ধরা পড়ে যায়। মিয়ানমার সরকারও ধরা পড়ে গেছে। প্রশ্ন হচ্ছে শিখলো কার কাছ থেকে। আমাদের দেশের বিএনপি-জামায়াত, এদের কাছ থেকে বিষয়টা শিখে নিলো নাকি তারা? সেটাই আমার প্রশ্ন।’

শেয়ার করুন