সিআইপি মর্যাদা পেলেন ফোরএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক

ফোরএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি গাওহার সিরাজ জামিল

চট্টগ্রাম : দেশের রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিকেএমইএ’র সহ-সভাপতি ও ফোরএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল আবারো সিআইপি (কমার্শিয়াল ইম্পর্ট্যান্ট পারসন) নির্বাচিত হয়েছেন। ২০০৭ সাল থেকে ধারাবহিকভাবে সিআইপি মর্যাদা পেয়ে আসছেন। ২০১৫ সালে ৯ম বারের মতো সিআইপি নির্বাচিত হলেন।

সোমবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার হোটেল রেডিসনে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত সিআইপি (রপ্তানি) ২০১৫ সালের কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সুভাশীষ বসুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি শফিউল আলম (মহিউদ্দিন)।

স্বাগত বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য। অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য, বিভিন্ন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

গাওহার সিরাজ জামিল রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০০৭ সাল থেকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়ে আসছেন। তিনি সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আজীবন সদস্য ছাড়াও বিজিএমইএ ফরেন মিশন সেলের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

শেয়ার করুন