কর্ণফুলী নদী দূষণ, বে-ফিশিং করপোরেশনকে জরিমানা

অপরিশোধিত তরল বর্জ্য অপসারণ করে কর্ণফুলী নদী দূষণের অপরাধে নগরীর পতেঙ্গা এলাকায় বে-ফিশিং করপোরেশন লিমিটেড প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতর চট্টগ্রাম কার্যালয়ে শুনানি শেষে অধিদফতরের পরিচালক আজাদুর রহমান মল্লিক প্রতিষ্ঠানটিকে ৩ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা জরিমানা করেন বলে জানিয়েছেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা।

তিনি জানান, পরবর্তীতে একই অপরাধ সংগঠিত হলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

শেয়ার করুন