মালদ্বীপ প্রবাসী জুয়েলের মরদেহ দেশে পাঠানো হবে : রাষ্ট্রদূত

মালদ্বীপ প্রবাসী জুয়েলের মরদেহ দেশে পাঠানো হবে : রাষ্ট্রদূত

জুয়েল খন্দকার (মালদ্বীপ থেকে) : মালদ্বীপে মৃত জুয়েলের মরদেহ দেখতে হিমাগারে গেলেন মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল আখতার হাবীব। রাষ্ট্রদূত বলেন, আগামী ৫ সেপ্টেম্বর জুয়েলের মরদেহ বাংলাদেশে পাঠানো হবে।

সোমবার (৩ সেপ্টেম্বর) মালদ্বীপের খুলদুফুসি দ্বীপের রিজিওনাল হাসপাতালে জুয়েল নামক একজন বাংলাদেশী শ্রমিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। একইদিন রাত্র আনুমানিক ৯টায় জুয়েলের মরদেহ মালেতে আনা হয় এবং হিমাগারে রাখা হয়।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টা দিকে মৃত জুয়েলের মরদেহ দেখতে হিমাগারে যান মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল আখতার হাবীব।

উল্লেখ্য, মৃত জুয়েল হাফিজ আলিফ ইলাদু দ্বীপে ইব্রাহীম সিরাজ মালিকের অধীনে একটি সেলুনে কাজ করতেন। মৃত জুয়েলকে তার পরিবার এবং স্থানীয় চেয়ারম্যান এর সম্মতিক্রমে আগামী ৫ সেপ্টেম্বর মালিক কর্তৃক এবং দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশে প্রেরণ করা হবে।এসময় মরহুম জুয়েলের মালিক তার পরিবারকে আংশিক ক্ষতিপূরণ দিবে বলে প্রতিশ্রুতি দেন।