রামুর ঈদগড়ে অস্ত্রসহ ডাকাত আটক

রামুর ঈদগড়ে অস্ত্রসহ আটক ডাকাত বশির

রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের কোদালিয়া কাঠা এলাকার বশির আহমদ (২৪) (প্রকাশ বশির ডাকাতকে) গ্রেফতার করেছে পুলিশ । আটক ডাকাত এলাকার আলী হোসেনের ছেলে।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে ঈদগড় পুলিশ ফাঁড়ির এএসআই মোর্শেদুল আলম গোপন সংবাদের ভিত্তিতে ঈদগড় বাজার থেকে বশিরকে গ্রেফতার করে পুলিশ। এএসআই মোর্শেদুল আলম জানান ডাকাত বশির আহমদকে গোপন সংবাদের ভিত্তিতে ঈদগড় বাজার থেকে গ্রেফতার করি সে অনাইয়া বাহীনির সদস্য, তার স্বীকারোক্তি অনুযায়ী রামু থানার এসআই একরামুল হক, এস আই টিটু দত্ত, এএসআই রনি বড়ুয়া, এএসআই নজরুলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে রাত ১১ টা ৪০ মিনিটের সময় অভিযান চালিয়ে তার বাড়ির পাশে নিজ দোকান থেকে একটি দেশী তৈরি অস্ত্র উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রামু থানার অস্ত্র মামলার প্রস্তুতি চলছে।

এর আগেও তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় হত্যা মামলা রয়েছে। ডাকাত বশিরের বোন মরিয়ম জানান আমার ভাই একসময় ডাকাত ছিল এখন ডাকাতি করেনা। যে অস্ত্রটি পাওয়া গেছে শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা দিয়েছে বলে অভিযোগ করেন।