স্ত্রী হত্যার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

আটক সেলিম মণ্ডল

স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলার আসামি ঢাকার সাভারের এক যুবলীগ নেতা পালিয়ে বিদেশ যাওয়ার পথে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) মধ্যরাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে  বলে জানান মানিকগঞ্জের সিংগাইর থানার ওসি খন্দকার ইমাম হোসেন।

আটক সেলিম মণ্ডল ঢাকা জেলা পরিষদের সদস্য। তিনি সাভার থানা যুবলীগের সভাপতি ছিলেন। গত ২০ অগাস্ট তাকে বরখাস্ত করা হয়।

সাভারের বিরুলিয়া গ্রামের বাসিন্দা সেলিম তার দ্বিতীয় স্ত্রী আয়েশা আক্তার বকুলকে (২৫) ৩ অাগস্ট এসিডে ঝলসে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। পরে সেলিমের প্রথম শ্বশুরবাড়ি মানিকগঞ্জের বায়রা ইউনিয়নের স্বরূপপুর গ্রামের একটি কলাবাগান থেকে বকুলের লাশ উদ্ধার করে সিংগাইর থানার পুলিশ।

সিংগাইর থানার ওসি খন্দকার ইমাম হোসেন বলেন, পরে বকুলের ভাই উজ্জ্বল হোসেন সেলিমের বিরুদ্ধে সিংগাইর থানায় মামলা করেন। সেলিম কয়েক দিন পালিয়ে থেকে গত ২৮ অাগস্ট উচ্চ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তাকে অস্থায়ী জামিন দেয়।

“পরে তিনি পালিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করেন। কিন্তু বিমানবন্দরে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ মানিকগঞ্জের সিংগাইর থানার পুলিশের হাতে তুলে দেয়।”

এর আগে ২০ অগাস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সেলিমকে যুবলীগ থেকে বরখাস্ত করে কেন্দ্রীয় কমিটি।

এলাকায় সেলিমের বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

শেয়ার করুন