
গাজীপুর সিটি কর্পোরেশনের যোগীতলা এলাকায় সহপাঠীর ছুরিকাঘাতে মাহফুজ রহমান মিরাজ (১৫) নামে এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে।
বুধবার (৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মিরাজ ওই এলাকার আমজাদ হোসেনের ছেলে। সে স্থানীয় এম এ রাজ্জাক মাস্টার আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ লুৎফর রহমান জানান, সকালে ক্লাস শুরু হওয়ার ১০/১৫ মিনিট আগে মিরাজের সঙ্গে তার সহপাঠী মনোয়ার হোসেনের (১৫) বেঞ্চে বসা নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় মনোয়ার চোখে আঘাত পায়। পরে সে ক্ষিপ্ত হয়ে মিরাজকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর মনোয়ারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মাহমুদা সুলতানা জানান, সকালে মৃত অবস্থায় মিরাজকে হাসপাতালে নিয়ে আসা হয়।