প্রধানমন্ত্রীর পিএইচডি ফেলোশিপ পেলেন প্রিমিয়ারের শিক্ষক রেহেনুমা রহমান

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেহেনুমা রহমান

চট্টগ্রাম : প্রধানমন্ত্রীর ‘পিএইচডি ফেলোশিপ’ অ্যাওয়ার্ড অর্জন করেছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেহেনুমা রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক।

প্রধানমন্ত্রী কার্যালয়ের ‘গভার্নেন্স ইনোভেশন ইউনিট’ কর্তৃক বাস্তবায়নাধীন ‘টেকসই উন্নয়নের অভিষ্ট লক্ষ্য অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় রেহেনুমা রহমান সম্প্রতি এ অ্যাওয়ার্ড অর্জন করেন। এ ফেলোশিপ অ্যাওয়ার্ডের অর্থায়নে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ গ্লাসগো-তে ‘পিএইচডি ইন অ্যাকাউন্টিং’-এ অধ্যয়ন করবেন।

এছাড়াও রেহেনুমা রহমান ইতিপূর্বে ‘কমনওয়েলথ স্কলারশিপ-২০১৪’ নিয়ে লন্ডনের সাউথ ব্যাংক ইউনিভার্সিটিতে ‘ইন্টারন্যাশনাল মার্কেটিং’-এ মাস্টার্স সম্পন্ন করেন।

তিনি শ্রীলঙ্কার কলম্বোতে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্সড মার্কেটিং’ এবং মালয়েশিয়ার পুত্রজায়ায় ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাকাউন্টিং স্টাডিজ’-এ তার গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

শেয়ার করুন