আবুল কালাম (অতিথি প্রতিবেদক) : বিএনপি’র ছাত্র সংগঠন ছাত্রদলের কার্যক্রম চলছে অনেকটা জোড়াতালি দিয়ে। ২০১৩ সালের ২২ জুলাই গঠিত আহবায়ক কমিটি দিয়ে চলছে দীর্ঘ পাঁচ বছর। আজও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারেনি সংগঠন। আবার আহবায়ক কমিটির ১১ জনের মধ্যে ১০জনই মূলদল বিএনপি ও সহযোগি সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। মারা গেছেন বাকী একজন। ফলে কান্ডারি শূন্য হয়ে পরছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।
এ প্রসঙ্গে নগর ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমান নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। শীঘ্রই নতুন কমিটি হবে। কমিটিতে নতুনদের স্থান দিতে বর্তমান নেতাদের অন্য সংগঠনে স্থান দেওয়া হচ্ছে। ছাত্রদলের সিনিয়র সারির কয়েক জন নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, দু’একজন নেতার হাতে জিম্মি চট্টগ্রামের রাজনীতি। ওই নেতাদের গ্রুপ করলে জোটে একাদিক পদ। নইলে কোন পদ জোটে না। গঠনতন্ত্রের স্বার্থে এক নেতাকে যোগ্যতা অনুযায়ী একটি পদে রাখা উচিত।
বিষয়টি বিশদভাবে জানতে মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্ল্যাহর সাথে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সাধারণ সস্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন-’আমি কমিটি দেওয়ার জন্য চেষ্টা করছি, তবে সিনিয়র নেতাদের কারণে তা বার বার বাধাগস্থ হয়। বর্তমান কমিটি ২০১৩ সালের ২২ জুলাই চট্টগ্রাম মহানগর ছাত্রদলের ১১সদস্যের কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় কমিটি। ঘোষিত ওই কমিটিকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নিদের্শনা দেওয়া হয়। তবে দীর্ঘ পাঁচ বছরেও কোন কমিটি ঘোষণা করতে পারেনি।
গত পাঁচ বছরে পূর্ণাঙ্গ কমিটিতো হয়নি উল্টো ওই কমিটির ১১ জনের ১০ জনই দায়িত্ব নিয়েছেন মূল সংগঠন বিএনপি ও অন্যান্য সহযোগী সংগঠনে। তাদের মধ্যে ছাত্রদলের বর্তমান সভাপতি গাজী সিরাজ উল্ল্যাহ চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি মঈনুদিন মো. শহিদ বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক। সহ-সভাপতি জিয়াউর রহমান নগর স্বেচ্ছাসেবক দলের সদ্য ঘোষিত কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন। সহ-সভাপতি ফজলুল হক সমুন ও জসিম উদিন যুবদলের গুরুত্বপূর্ন পদ পেতে যাচ্ছেন।
এছাড়াও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। সাংগঠনিক সম্পাদক এইচ এম রাশেদ খান নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সিনিয়র যুগ্ম-সম্পাদক মোশারফ হোসেন যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক। যুগ্ম-সম্পাদক আলী মর্তুজা, জমির উদিন নাহিদ ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। আরেক যুগ্ম-সম্পাদক জালাল উদিন সোহেল মারা গেছেন।